Birth and Death

এটা খুবই হাস্যকর ব্যাপার যে, আপনি কারো মৃত্যুতে ব্যথিত হন এবং অশ্রুসিক্ত হন অপরদিকে কারো জন্মতে আনন্দিত হন! অথচ দু'টো বিষই একই। যদি কাঁদতেই চান তবে শুরুতেই কেঁদে নিন। কারণ, কারো জন্ম হলো মানে তার একদিন নিশ্চিত মৃত্যু হবে। ডাক্তার যদি আপনার রোগ শনাক্ত করে বলেন, আপনি কয়েক মাসের ভিতর মরতে চলেছেন তবে আপনি ডাক্তারকে বলুন, মৃত্যু আপনার কাছেও আসছে! কে আগে এবং কে পরে যাবে এটাই কেবল পার্থক্য। পৃথিবীর কোনো ডাক্তারই মৃত্যু নামক রোগকে আরোগ্য এবং প্রতিরোধ করতে পারে না। (No Ajhn Chah -Reflections- বইয়ের Birth and Death অংশ থেকে মূলভাব) বৌদ্ধদর্শন