পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জন্ম এবং মৃত্যু

আমাদের জন্ম এবং মৃত্যু একই বিষয়। এটা খুবই অদ্ভুত যে, আমরা মৃত ব্যক্তির জন্য কাঁদি এবং দুঃখ প্রকাশ করি। অপরদিকে শিশুর জন্মানোর খবর শুনে আনন্দিত হই। অথচ দুটো বিষয় একই!  যদি কাঁদতেই হয় তাহলে গোড়াতেই (জন্মমুহূর্তেই) কেঁদে নিন! আমরা কেনো জন্মেছি? আমরা জন্মেছি যেনো আমাদের আর জন্মাতে না হয়!  যারা জন্মেছে পরকাল বলে কিছু থাকলে তো নরকে কেউই জায়গা পাবে না।  কারণ নরকে কি পরপর দুইবার যাওয়া যায়? (জীবন বলতেই তো নরক)!  জীবন বরাবরই ধাঁধার মতো। যে মৃত্যু কী ভেবে দেখে না তার কাছে জীবন রঙচঙের বলে ভ্রম হতে পারে। মৃত্যু নিঃশ্বাসের চেয়েও নিকটে এবং মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে সকল প্রশ্ন, সকল সংশয়। মৃত্যুর মাধ্যমে জানতে পারবেন, মনের সকল প্রশ্ন না থাকার শান্তি কতটা! মৃত্যু মানে কেবলই শেষ!  সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে নিজেকে আবার জন্ম না দিতে পারলেও বহু প্রাচীন অসুখ মৃত্যুকে নতুন করে জন্ম দিতে পারবেন অনাগতের মাঝে! *সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে তারা মূলত সন্তানের মৃত্যুকে জন্ম দেন!