পোস্টগুলি

জানুয়ারী, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
 
ছবি
ময়লার গাড়ি টানা শিশুদের কথা ভেবে যদি আমরা জন্মদানের বিরোধিতা করি তবে পরোক্ষভাবে ওই কথাটিকেই সমর্থন করছি যে, জন্ম দেওয়ার অধিকার কেবল ধনীদেরই থাকবে! জন্ম দেওয়ার অপরাধে প্রথম যে ব্যক্তি মা-বাবার বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি রাফায়েল সামুয়েল৷ তিনিও একটি ভিডিওতে পরোক্ষভাবে বলেছিলেন, যদি সন্তানের জীবদ্দশায় মা-বাবা সন্তানদের সমস্ত ভরণপোষণের দায়িত্ব নেয় তবে জন্ম দেওয়া ঠিক আছে!  উপরের এই দুটো কথাকে যদি আমরা সমর্থন না করি তবে ময়লার গাড়ি টানা ছেলেকে জন্ম দেওয়া যেমন তার মা-বাবার অপরাধ, ঠিক একইভাবে অপরপাশ দিয়ে হেঁটে চলা স্কুলগামী শিশুদেরও জন্ম দেওয়া তার মা-বাবার অপরাধ। জন্ম দেওয়ার বিরোধীতা করতে যেয়ে আমরা প্রায়শই এই ভুলটা করে থাকি যে, আপাতদৃষ্টিতে সবথেকে খারাপ অবস্থায় থাকা শিশুটির উদাহরণ টানি। কিন্তু ওই স্কুলগামী শিশুরাও তো চায়নি এই বাঁধা-ধরা একসেট নিয়ম। অর্থাৎ, আপাতদৃষ্টিতে আমাদের আশেপাশে সবচেয়ে ভালো আছে যে মানুষটি সে মানুষটিও নানান প্রতিকূলতায় জীবন পাড়ি দিতে বাধ্য হচ্ছে! তিনিও প্রায়শই মুক্তির উপায় খোঁজে! এবং কখনো কখনো ভাবে, আমি জন্ম না নিলে কীই বা হতো!