পোস্টগুলি

এপ্রিল, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অগোছালো চিন্তাগুলো

কেউই তো জীবনের কষ্ট লাঘব করে না  কিন্তু সবাই মরতে বাধা দেয়! কেউই তো চায় না পাশে থাকতে কেবল চায় পাশে রাখতে! আর এই স্বার্থের নাম দেয় ভালোবাসা! " যারা জীবনের মহিমা তুলে ধরে তারাও বোঝে জীবন কতটা অসহনীয়! কতটা বিরক্তিকর এই পুনরাবৃত্তি!  কতটা বন্দী এই জীবন-মৃত্যুর বৃত্ত!  কতটা একঘেয়ে এই শনি, রবি, সোম গুনে চলা!  প্রতিটা মানুষই যে হাতের গিটে দিন গোনাতে ক্লান্ত! প্রতিটা মানুষই তো জীর্ণ-শীর্ণ-বিধ্বস্ত !   

তবুও আমি থাকবো

আমি মারা যাবার পর পঁচে মিশে গেলেও তো মাটিতে আছি! সেই মাটির বুকে গাছের পাতায়, ফলে, ফুলে তো আমি আছি! সেই ফল মা পাখি তার সন্তানকে খাওয়ালে সেই পাখি উড়তে শিখলে সেই আকাশে তো আমিও উড়ছি!  আমি মারা যাওয়ার পর আগুনে পুড়ে ছাই হলেও তো আমি ছাইয়ে আছি! সেই ছাই বাতাসে উড়ে গিয়ে খেলার মাঠে পড়লেও তো আমি সেখানে আছি।  বালকরা সেই মাঠে ফুটবল খেললে সেই কচি পায়ে ধুলোর সাথে তো আমি আছি! আমি নদীতে ডুবে মরে গেলেও তো সেই পানিতে আমি গলে মিশে  আছি! সেই নদীর বুকে পলি জমলে সেই মাটিতে তো আমি আছি।  সেই মাটিতে শস্য ফলালে সেই শস্যদানায় তো আমি আছি। মহাবিশ্ব থেকে পৃথিবীই ধ্বংস হয়ে গেলে সেই ধ্বংসাবশেষে তো আমি আছি।