তবুও আমি থাকবো

আমি মারা যাবার পর পঁচে মিশে গেলেও তো মাটিতে আছি!

সেই মাটির বুকে গাছের পাতায়, ফলে, ফুলে তো আমি আছি!

সেই ফল মা পাখি তার সন্তানকে খাওয়ালে সেই পাখি উড়তে শিখলে সেই আকাশে তো আমিও উড়ছি!

 আমি মারা যাওয়ার পর আগুনে পুড়ে ছাই হলেও তো আমি ছাইয়ে আছি!

সেই ছাই বাতাসে উড়ে গিয়ে খেলার মাঠে পড়লেও তো আমি সেখানে আছি। 

বালকরা সেই মাঠে ফুটবল খেললে সেই কচি পায়ে ধুলোর সাথে তো আমি আছি!

আমি নদীতে ডুবে মরে গেলেও তো সেই পানিতে আমি গলে মিশে  আছি!

সেই নদীর বুকে পলি জমলে সেই মাটিতে তো আমি আছি। 

সেই মাটিতে শস্য ফলালে সেই শস্যদানায় তো আমি আছি।

মহাবিশ্ব থেকে পৃথিবীই ধ্বংস হয়ে গেলে সেই ধ্বংসাবশেষে তো আমি আছি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কাফকার মেটামরফোসিস

ঈশ্বরের সাথে বিদ্রোহ

জন্মদানবিরোধ সব পর্ব একত্রে (শামস অর্ক)