প্রতিটি মানুষের মৃত্যু আমাকে কমিয়ে দেয়। 

কারণ আমিও মানবজাতির সাথে জড়িত। 

(মানবজাতির বিশাল সম্প্রদায়ের ছোট অংশ আমিও)

অতএব কার জন্য ঘন্টা বাজছে সেটা জানার দরকার নেই। 

এই ঘন্টা আপনার জন্যও শোকের !

(একটি অন্তেষ্টিক্রিয়ার ঘন্টা মৃত ব্যক্তির জন্য, আপনার জন্য এবং আমার জন্যও।

ঘন্টা মৃত ব্যক্তির মৃত্যু ঘোষণা দেয় তাই ঘন্টাটা মৃত ব্যক্তির জন্য। মৃত ব্যক্তি শুনতে পাচ্ছে না তবুও ঘন্টাটা বাজানো হচ্ছে যেন লোকেরা শুনতে পায় সেহেতু আপনি শুনছেন মানে ঘন্টাটা আপনার জন্যও!)

For Whom the Bell Tolls

by

John Donne

(কবিতাটি পড়ে আমি যতটুকু বুঝেছি তা নিজের ভাষায় ভাবানুবাদ করার চেষ্টা করেছি।

ছবির হস্তাক্ষর নিজের।)




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কাফকার মেটামরফোসিস

ঈশ্বরের সাথে বিদ্রোহ

জন্মদানবিরোধ সব পর্ব একত্রে (শামস অর্ক)