পোস্টগুলি

মার্চ, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জন কীটসের যে কবিতা পড়ার সময় আমি থমকে গিয়েছিলাম - ১

ছবি
ভয় হচ্ছে, আমার চিন্তাগুলোকে কলমের ডগায় তুলে আনার আগেই যদি মৃত্যু আমাকে গ্রাস করে! যেমনিভাবে শস্যভাণ্ডার পূর্ণ হয় তেমনিভাবে আমার লেখার ভান্ডার পূর্ণ হওয়ার পূর্বেই যদি আমি মারা যাই!  যখন রাতের নক্ষত্রখচিত আকাশের মুখপানে তাকাই তখন আমি মেঘগুলোর মাঝে প্রেমরূপময়তা খুঁজে পাই। এবং ভাবি এসমস্তকে কবিতায় ফুটিয়ে তোলার জন্য আমার আর বেঁচে থাকার সুযোগ হবে না! যখন আমি উপলব্ধি করি আমি নিতান্তই ক্ষণিকের জন্য পৃথিবীতে এসেছিলাম এবং তোমাকে  আমি আর দেখতে পাবো না, তোমার প্রতি আমার এই একতরফা ভালোবাসার যে শক্তি তা আমি আর আস্বাদন করতে পারবো না তখন এই বিশাল পৃথিবীর তীরে আমি একা দাঁড়িয়ে ভাবি- প্রেম, খ্যাতি সবই একদিন অর্থহীনতায় নিমজ্জিত হবে।  কবিতা - When I have Fears That I May Cease to Be কবি - জন কীটস (ছবির হস্তাক্ষর - নিজের) (কবিতার মূলভাব নিজের মতো করে)  

যুদ্ধ প্রাচ্যে হোক বা পাশ্চাত্যে

 "রক্ত আমার ঝরুক বা অন্যের, রক্ত তো মানুষেরই ঝরবে! যুদ্ধ প্রাচ্যে হোক বা পাশ্চাত্যে,  বিশ্ব শান্তিরই রক্ত ঝরবে!  (বিশ্ব শান্তি বিনষ্ট হবে) . তোমরা কত মহান এটা বোঝানোর জন্য,  রক্তের বন্যা বইয়ে দেওয়া কি এতই জরুরি? ঘরের মানুষগুলোর মধ্যে দূরত্ব কমাতে, ঘরটাই জ্বালিয়ে দেওয়া কি আসলেই জরুরি?  . বোমা মানুষের ঘরে পড়ুক কিংবা সীমান্তে, মানুষের ভালোবাসার চেতনাই পায় আঘাত! ক্ষেত আমার পুড়ে যাক বা অন্য কারো, মানুষেরাই ফসল হারায়, পায়না খেতে ভাত! . যুদ্ধের ট্যাংক আগে বাড়ুক বা পিছে, (যুদ্ধে জয়যাত্রা হোক বা পলায়ন) পৃথিবী চাপা পড়বে ধ্বংসস্তুপের নিচে! বিজয়ে উৎসব হোক বা শোক পরাজয়ে, যুদ্ধে মৃত মানুষদের জন্য জীবিতরা কাঁদে! . যুদ্ধ নিজেই পৃথিবীর একটা প্রধানতম সমস্যা, যুদ্ধের মাধ্যমে সমাধানের কিভাবে কর আশা? যুদ্ধ আজ দিবে আগুন আর লাশের সারি , আর আগামীতে দুর্ভিক্ষ-দারিদ্র্য আর মহামারি!  . এজন্যই ভালো লোকেরা বলে, যুদ্ধ যত পেছানো যায়, ততই ভালো! আপনার আর আমার উভয়ের ঘরেই, জ্বলতে থাকুক শান্তি-সুখের আলো!" . মূল : শাহির লুধিয়ানভি রূপান্তর প্রচেষ্টা : শামস অর্ক  https://www.facebook.com/ShamsArko/