যুদ্ধ প্রাচ্যে হোক বা পাশ্চাত্যে

 "রক্ত আমার ঝরুক বা অন্যের,

রক্ত তো মানুষেরই ঝরবে!

যুদ্ধ প্রাচ্যে হোক বা পাশ্চাত্যে, 

বিশ্ব শান্তিরই রক্ত ঝরবে! 

(বিশ্ব শান্তি বিনষ্ট হবে)

.

তোমরা কত মহান এটা বোঝানোর জন্য, 

রক্তের বন্যা বইয়ে দেওয়া কি এতই জরুরি?

ঘরের মানুষগুলোর মধ্যে দূরত্ব কমাতে,

ঘরটাই জ্বালিয়ে দেওয়া কি আসলেই জরুরি? 

.

বোমা মানুষের ঘরে পড়ুক কিংবা সীমান্তে,

মানুষের ভালোবাসার চেতনাই পায় আঘাত!

ক্ষেত আমার পুড়ে যাক বা অন্য কারো,

মানুষেরাই ফসল হারায়, পায়না খেতে ভাত!

.

যুদ্ধের ট্যাংক আগে বাড়ুক বা পিছে,

(যুদ্ধে জয়যাত্রা হোক বা পলায়ন)

পৃথিবী চাপা পড়বে ধ্বংসস্তুপের নিচে!

বিজয়ে উৎসব হোক বা শোক পরাজয়ে,

যুদ্ধে মৃত মানুষদের জন্য জীবিতরা কাঁদে!

.

যুদ্ধ নিজেই পৃথিবীর একটা প্রধানতম সমস্যা,

যুদ্ধের মাধ্যমে সমাধানের কিভাবে কর আশা?

যুদ্ধ আজ দিবে আগুন আর লাশের সারি ,

আর আগামীতে দুর্ভিক্ষ-দারিদ্র্য আর মহামারি! 

.

এজন্যই ভালো লোকেরা বলে,

যুদ্ধ যত পেছানো যায়, ততই ভালো!

আপনার আর আমার উভয়ের ঘরেই,

জ্বলতে থাকুক শান্তি-সুখের আলো!"

.

মূল : শাহির লুধিয়ানভি

রূপান্তর প্রচেষ্টা : শামস অর্ক 

https://www.facebook.com/ShamsArko/

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কাফকার মেটামরফোসিস

ঈশ্বরের সাথে বিদ্রোহ

জন্মদানবিরোধ সব পর্ব একত্রে (শামস অর্ক)