পোস্টগুলি

জুলাই, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কাওয়ালি

ছবি
  মাথা যেথায় আপনা আপনি নত হয়না, তাকে তীর্থস্থান বলা যায় না। যে মাথা সব জায়গায় নত হয়ে যায়, তাকে মাথাও বলা যায় না। ক্বাবায় মুসলমানকেও কাফির বলা হয়, মদ্যশালায় কাফিরকেও কাফির বলা হয় না। سر جس پہ نہ جھک جائے اسے در نہیں کہتے ہر در پہ جو جھک جائے اسے سر نہیں کہتے کعبے میں مسلمان کو کہہ دیتے ہیں کافر مےخانے میں کافر کو بھی کافر نہیں کہتے বিসমিল সাঈদীর লেখা এবং নুসরাত ফতেহ আলী খানের গাওয়া কাওয়ালির উর্দু থেকে ভাবানুবাদের চেষ্টা করেছি।

কাওয়ালির ভাবানুবাদ প্রচেষ্টা

ছবি
  বিসমিল সাঈদীর লেখা এবং নুসরাত ফতেহ আলী খানের গাওয়া কাওয়ালির উর্দু থেকে ভাবানুবাদের চেষ্টা করেছি।  ভাবানুবাদ- বেচারার জীবনের প্রতিটা রাত কী যে তিক্ততায় কেটে গেলো! স্বর্গের লোভে তার যৌবন পেরিয়ে গেলো,  নরকের ভয়ে তার বুড়ো বয়স কেটে গেলো। আমার ইবাদাত মদের উপাসনা, আমি অযু ছাড়া মদ্যপান করি না। মদ খাই ঠিকই কিন্তু কোনো মানুষের রক্ত তো পান করি না!  (এই প্যারার সাথে আগের প্যারার মিল নেই৷ কারণ নুসরাত ফতেহ আলী খান  কবিতার মাঝ থেকে তার পছন্দানুসারে লাইন নিয়েছে) মাথা যেথায় আপনা আপনি নত হয়না, তাকে তীর্থস্থান বলা যায় না। যে মাথা সব জায়গায় নত হয়ে যায়, তাকে মাথাও বলা যায় না!  দুনিয়ার মানুষ আপনাকে অত্যাচারী বলে কিন্তু আপনার মুখের উপর তো বলে না! ক্বাবায় প্রতিটা সিজদাকে ইবাদাত বলে কিন্তু মদ্যশালায় প্রতিটা পানপাত্রকে জামসেদের পানপাত্র বলা হয় না।  (পারস্য মিথোলজিতে জামসেদ তার পানপাত্রে মহাবিশ্ব দেখতে পেতেন) ক্বাবায় মুসলমানকেও কাফির বলা হয়, মদ্যশালায় কাফিরকেও কাফির বলা হয় না। کیا تلخ شیخ کی زندگانی گزری اِک شب نہ بیچارے کی سُہانی گزری دوزخ کے تخیل میں بڑھاپا گزرا جنت کے تصور میں جوانی گزری مے پرستی میری عبادت

নারী প্রবর্তিত ধর্ম

ছবি
 ধর্ম নিয়ে পড়াশোনা করতে যেয়ে জানার আগ্রহ জেগেছিলো নারী কর্তৃক প্রবর্তিত  ধর্ম থাকলে সেখানে নারীকে কীরূপে দেখা হয়।  পুরুষের সৃষ্টি করা ধর্মের ঈশ্বর যেহেতু পুরুষ আমি ভেবেছিলাম নারীদের সৃষ্টি করা ধর্মের ঈশ্বরী নারী হবে।  প্রশ্নের উত্তর খুঁজতে যেয়ে যা পেলাম - কেবলমাত্র একটা ধর্ম পেয়েছি (আরো থাকতে পারে আমার জানার বাইরে) ক্রিশ্চিয়ান সায়েন্স, প্রবর্তক মেরী বাকের এডি। যেটাকে অনেকেই ধর্ম হিসেবে মানতে নারাজ।  কারণ ক্রিশ্চিয়ান সায়েন্স ধর্মের সাথে বেদান্ত দর্শনের মিল আছে।  বেদান্ত দর্শনের মত এডিও বিশ্বাস করতেন, বস্তু এবং দুর্ভোগ-দুর্দশা অবাস্তব। এই উপলব্ধিই সকল দুঃখ-বেদনা থেকে মুক্তি দিতে পারে। যদিও এডি দাবী করেন,  ক্রিশ্চিয়ান সায়েন্স বৌদ্ধ মতবাদ বা অন্য কোনো মতবাদের দিকে ধাবিত করে না৷ বরং এই প্রবণতাকে ধ্বংস  করে।  (তার দাবী পুরাই অবাস্তব।  কারণ এতটা মিল থাকার পরেও সে অস্বীকার করেন) তিনি আরও বলেন, যদি গোঁড়ামিকে ধর্ম মনে করা হয় তবে ক্রিশ্চিয়ান সায়েন্স কোনো ধর্মই না।  (তাঁর কথার সাথে কাজের কোনো মিল নাই। কারণ ক্রিশ্চিয়ান সায়েন্স ধর্ম গোঁড়ামিতে ভরপুর। ধর্ম এবং গোঁড়ামি একে অপরের অবিচ্ছেদ্য অংশ!)  কিন্ত