কাওয়ালি


 

মাথা যেথায় আপনা আপনি নত হয়না,

তাকে তীর্থস্থান বলা যায় না।

যে মাথা সব জায়গায় নত হয়ে যায়,

তাকে মাথাও বলা যায় না।

ক্বাবায় মুসলমানকেও কাফির বলা হয়,

মদ্যশালায় কাফিরকেও কাফির বলা হয় না।

سر جس پہ نہ جھک جائے اسے در نہیں کہتے ہر در پہ جو جھک جائے اسے سر نہیں کہتے

کعبے میں مسلمان کو کہہ دیتے ہیں کافر مےخانے میں کافر کو بھی کافر نہیں کہتے

বিসমিল সাঈদীর লেখা এবং নুসরাত ফতেহ আলী খানের গাওয়া কাওয়ালির উর্দু থেকে ভাবানুবাদের চেষ্টা করেছি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কাফকার মেটামরফোসিস

ঈশ্বরের সাথে বিদ্রোহ

জন্মদানবিরোধ সব পর্ব একত্রে (শামস অর্ক)