রাষ্ট্র বনাম অপরাধী

 নীতি নৈতিকতার কোনো মানদন্ডই সকলের মঙ্গল করবে না, সকলের কাছে গ্রহনযোগ্য হবে না! অতএব একজন নাগরিককে বিচারের আওতায় এনে মৃত্যুদন্ড দেয়া রাষ্ট্রের চরমতম অন্যায় ওই নাগরিকের প্রতি৷ সে যত বড় অন্যায়ই করুক না কেনো৷ যদি ভিক্টিম মনে করে আমার সাথে অন্যায়ের জন্য এই লোকের মৃত্যুদন্ড হওয়া উচিৎ তাহলে অপরাধীকে তার হাতেই ছেড়ে দেয়া উচিৎ। আমরা রাস্তায় দেখি পকেটমারকে সবাই মিলে মারধোর করছে৷ কিন্তু সবার পকেট তো সে মারে নি! অভাবে পড়ে, খাবারের কষ্টে পকেট মারার পরেও তা অন্যায় হলে তো শাস্তি দেওয়ার অধিকার শুধু তারই যার পকেট মারা হয়েছে৷ মারার অধিকার রাষ্ট্রেরও নেই!


(বিস্তারিত লিখবো)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কাফকার মেটামরফোসিস

ঈশ্বরের সাথে বিদ্রোহ

জন্মদানবিরোধ সব পর্ব একত্রে (শামস অর্ক)