আপনি যদি আপনার জীবনের সকল দুর্ভোগ থেকে স্থায়ীভাবে মুক্তি চান তাহলে আপনাকে এই ব্যাপারটা উপলব্ধি করতে হবে যে, জীবন বা অস্তিত্বে সমাধান নেই বরং জীবন বা অস্তিত্ব থেকে মুক্তিলাভেই সমাধান । আপনি যেখান থেকেই শুরু করেন না কেন সমাধান বা উপসংহার একইরকম থাকবে। এই সমাধান বা উপসংহারকে একটু ভিন্নভাবে দেখা যাক- 

মানুষ স্বাধীন নয় কেননা তাদের যখন খুশি জীবন থেকে তাৎক্ষণিক এবং বেদনাহীন মুক্তিলাভের উপায় নেই। আর এই উপায় না থাকার কারণ হলো, সবাই চায় অন্য সবাইকে নিজেদের অধীনস্থ করে রাখতে । এর মানে জীবন সহজাতভাবেই বন্দীশালা। অর্থাৎ জীবন সহজাতভাবেই 'দুর্ভোগ'। 

জীবনকে সৎভাবে পর্যবেক্ষণ করলে উপরের কথাগুলোর সত্যতা দেখতে পাবেন । যেভাবেই আপনি পর্যবেক্ষণ করেন না কেন ফলাফল একই আসবে । আর তা হলো, 'জীবন মানেই দুর্ভোগ'। 

আপনি যদি গভীরভাবে ভাবেন তবে দেখবেন, কীভাবে জীবনের সবচেয়ে চমৎকার বিষয়গুলোও দুর্ভোগের সাথে অবিচ্ছিন্নভাবে জড়িত । তাই উপরের কথাগুলো থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে , যেহেতু ' দুর্ভোগ অপ্রয়োজনীয় এবং অগ্রহণযোগ্য ' আর জীবন মানেই ' দুর্ভোগ ' এর মানে দাঁড়ায় , " জীবন অপ্রয়োজনীয় ও অগ্রহণযোগ্য । " অর্থাৎ অস্তিত্বও অপ্রয়োজনীয় ও অগ্রহণযোগ্য ।

মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
অসাধারণ লিখেছেন। আমাদের সমাজে এখনো এভাবে লিখার সাহস বা প্রয়োজনীয়তা অনুভব করেনা খুব বেশি মানুষ। অভিনন্দন রইলো আপনি তাদের মধ্যে একজন।
মোহনা সেতু বলেছেন…
পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কাফকার মেটামরফোসিস

ঈশ্বরের সাথে বিদ্রোহ

জন্মদানবিরোধ সব পর্ব একত্রে (শামস অর্ক)