গান ভাবানুবাদ

মহল, সিংহাসন, মুকুটের (ক্ষমতাবানদের) এই দুনিয়া,

মানুষের শত্রু সমাজের এই দুনিয়া,

সম্পদের দিকে মুখিয়ে থাকার স্বভাব এই দুনিয়ার।

এই দুনিয়া পেয়ে গেলেই বা কী হবে?


প্রতিটা শরীরই বিধ্বস্ত, প্রতিটি হৃদয়ই তৃষ্ণার্ত।

চোখেতে বিভ্রান্তি, হৃদয়ে বিষাদ!

এটা কি দুনিয়া নাকি অন্য কিছু?

এই দুনিয়া পেয়ে গেলেই বা কী হবে?


এখানে মানুষের অস্তিত্ব খেলনা,

মৃতদের পূজারক এই দুনিয়া! 

(সকল পূজা, মূর্তি,  অশ্রু মৃতদের জন্য)

এখানে জীবনের চেয়ে মৃত্যু সস্তা। 

এই দুনিয়া পেয়ে গেলেই বা কী হবে?


যুবকরা অতৃপ্ত আত্মার মত ছোটাছুটি করে পাপের অলিগলিতে।

যুবতীরা নিজেকে সাজায় বাজারে পণ্য করতে!

যেখানে প্রেম-ভালোবাসা কেবলই লেনদেন।

এই দুনিয়া পেয়ে গেলেই বা কী হবে?


এটা এমনই এক দুনিয়া যেখানে মানুষের মূল্য নেই,

ভরসা বলতে কিছু নেই,

বন্ধুত্ব বলতে কিছু নেই!

যেখানে ভালোবাসার কোনো মূল্যই নেই।

এই দুনিয়া পেয়ে গেলেই বা কী হবে?


জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও এই দুনিয়া,

আমার সামনে থেকে সরাও এই দুনিয়া,

তোমাদের দুনিয়াতে তোমরাই থাকো।


মূল - শাহির লুধিয়ানভি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কাফকার মেটামরফোসিস

ঈশ্বরের সাথে বিদ্রোহ

জন্মদানবিরোধ সব পর্ব একত্রে (শামস অর্ক)