ভাবানুবাদ


"স্বর্গ এবং সুখের অস্তিত্ব নেই।

আপনাকে এই পৃথিবীতে আনার অপরাধকে ন্যায়সঙ্গত করতেই আপনার মা-বাবা এগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। যা আছে তা হলো বাস্তবতা, কঠিন বাস্তবতা! এই কসাইখানায় আমরা মরতে এসেছি, যতদিন না মরি ততদিন আমাদের অধীনস্থ প্রাণীদের হত্যা করে খেয়ে বাঁচতে হবে।

সুতরাং, জন্ম দিবেন না । যে অন্যায় আপনার সাথে করা হয়েছে, তার পুনরাবৃত্তি করবেন না । অন্যায়ের জবাব অন্যায় করে দিবেন না, যেহেতু জীবন দেওয়া চরমতম অন্যায় । যারা জন্ম নেয়নি তাদের শান্তিভঙ্গ করবেন না, তাদেরকে অস্তিত্বহীনতার শান্তিতে থাকতে দিন । আমাদের সবাইকে একদিন সেই অস্তিত্বহীনতায় ফিরে যেতেই হবে, তাহলে কেন শুধুশুধু কাউকে অস্তিত্বের যন্ত্রণা দেওয়া ?

(মূল - FERNANDO  VALLEJO

পরের প্যারার অনুবাদ করেছেন শামস অর্ক)


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কাফকার মেটামরফোসিস

ঈশ্বরের সাথে বিদ্রোহ

জন্মদানবিরোধ সব পর্ব একত্রে (শামস অর্ক)