এন্টিন্যাটালিজম, পর্ব - ১ (সিরিয়ার বিখ্যাত কবি ও মুক্তচিন্তক 'আবু আল আ'লা আল মা'রি'র কবরে স্বরচিত বাক্যে লেখা সমাধিলিপি!) সমাধালিপিটিতে লেখা আছে, هذا جَنَاهُ أبي عليَّ وَمَا جَنَيتُ عَلَى أَحَدِ যার অর্থ হচ্ছে, 'এই অপরাধ (জন্ম দেয়ার) আমার বাবা আমার প্রতি করেছিল, কিন্তু আমি কারো প্রতিই করিনি(কাউকে জন্ম দিইনি)! আরবের কবিতা ও মুক্তচিন্তার ইতিহাস যারা জানেন তাদের কাছে 'আল মা'রি'কে নতুন করে পরিচয় করাতে হবে না। কিন্তু এ লেখায় আলোচ্য কেবল তার 'জন্মদানবিরোধ'! আবু আল মা'রি মনে করতেন জীবনের দুঃসহ যন্ত্রণা এড়াতে সন্তান জন্মদান করা উচিত নয়। তাঁর সমাধিলিপির কথাগুলোতে মনে হতে পারে তিনি বাবার প্রতি ক্ষুব্ধ ছিলেন, কিন্তু তা মোটেও নয়। তাঁর বাবার মৃত্যুতে শোকাহত কবি রচিত শোক-কবিতা বাবার প্রতি ভালোবাসার প্রমাণ। তাই তার সমাধিলিপির মূল বক্তব্য আসলে, 'সন্তানকে যন্ত্রণার জীবন দেয়া অপরাধ, অনৈতিক।' ব্যক্তিগত জীবন ও লেখায় নৈতিকতা ও যুক্তিকে প্রাধান্য দেয়া, নির্লোভ (তাঁর কবিতা বিক্রি করে ধনী হতে নারাজ ছিলেন) চিরকুমার এই কবির ভাষায় তাঁর জীবনের দুটি বন্দি...
তাজমহল- তোমার কাছে এই তাজমহল ভালোবাসার প্রতীক হতে পারে এমনকি তাজমহলের পুরো উপত্যকা তোমার কাছে সম্মানীয় ও পবিত্র বলে বিবেচিত হতে পারে, সেটা ঠিক আছে। তবুও আমাদের সাক্ষাৎ অন্য কোথাও হোক। রাজসভায় গরীবের উপস্থিতি হাস্যকর! যে রাজকীয় পথ গরীব প্রেমিকদের উপহাস করে সে পথে কি আমার যাওয়া ঠিক হবে? ভালোবাসার নিদর্শনের আড়ালে থাকা দাম্ভিকতার দিকে লক্ষ্য করো, রাজকীয় কবর কি তোমাকে আনন্দ দেয়? তবে তোমার অন্ধকার ঘরে তাকাও। এই পৃথিবীতে অগণিত মানুষ ভালোবেসেছে। কে বলে তাদের ভালোবাসা খাঁটি ছিলো না? তাদের কেবল ভালোবাসাকে মানুষের সামনে এমন প্রদর্শনী করার মতো সম্পদ ছিলো না। কারণ তারা আমাদের মতোই চরম গরীব! এই মহল, এই সমাধি, এই দূর্গ স্বৈরাচারের মহিমার স্তম্ভ। এই তাজমহলটা একটা নকশীকাঁথার মতো যার প্রতিটা সেলাইয়ে লেগে আছে আমাদের পূর্বপুরুষের রক্ত। যারা নিজেরাও ভালোবেসেছিলো। কিন্তু তাঁদের প্রেমিকাদের কবরে নাম লেখা তো দূরের কথা একটা মোমবাতিও জ্বালানো হয়নি! এই নদীর তীরের যে বাগান, বাঁকা নকশার দরজা, দেয়াল, খিলান, সিন্ধুক এগুলো আসলে কী? এগুলো আসলে এক সম্রাটের সম্পদের জোরে গড়া গরীব প্রেমিকদের প...
প্রতিটি মানুষের মৃত্যু আমাকে কমিয়ে দেয়। কারণ আমিও মানবজাতির সাথে জড়িত। (মানবজাতির বিশাল সম্প্রদায়ের ছোট অংশ আমিও) অতএব কার জন্য ঘন্টা বাজছে সেটা জানার দরকার নেই। এই ঘন্টা আপনার জন্যও শোকের ! (একটি অন্তেষ্টিক্রিয়ার ঘন্টা মৃত ব্যক্তির জন্য, আপনার জন্য এবং আমার জন্যও। ঘন্টা মৃত ব্যক্তির মৃত্যু ঘোষণা দেয় তাই ঘন্টাটা মৃত ব্যক্তির জন্য। মৃত ব্যক্তি শুনতে পাচ্ছে না তবুও ঘন্টাটা বাজানো হচ্ছে যেন লোকেরা শুনতে পায় সেহেতু আপনি শুনছেন মানে ঘন্টাটা আপনার জন্যও!) For Whom the Bell Tolls by John Donne (কবিতাটি পড়ে আমি যতটুকু বুঝেছি তা নিজের ভাষায় ভাবানুবাদ করার চেষ্টা করেছি। ছবির হস্তাক্ষর নিজের।)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন